সাবেক এমপি নদভী কারাগারে অসুস্থ

অনলাইন ডেস্ক : কারাগারে অসুস্থ হয়ে পড়ায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন।
কারাগার সূত্র জানায়, রোববার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে সাবেক এমপি নদভীকে কঠোর নিরাপত্তার মধ্যমে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। তার ডায়াবেটিস, রক্তচাপ, দুর্বলতাসহ ৪-৫টি রোগ রয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করা হয়।
এর আগে ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি মামলায় চার দিনের রিমান্ড এবং ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।
২০১৪ ও ২০১৮ সালে নদভী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, অসুস্থ হয়ে পড়ায় সাবেক এমপি নদভীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা তাকে ভর্তি দিয়েছেন বলে জেনেছি।