ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৯:১৭ অপরাহ্ন

শিরোনাম

মাত্র ৫ দিনেই সার্টিফিকেট পাবেন রাবি শিক্ষার্থীরা

  • আপডেট: Sunday, April 13, 2025 - 9:14 pm

অনলাইন ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল ও মূল সনদ (সার্টিফিকেট) প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন করা হয়েছে। আজ রোববার শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এই প্রক্রিয়ার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়া আধুনিকায়নের জন্য সম্পূর্ণ সফটওয়্যার আধুনিকায়ন করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে ফি প্রদানের জটিলতা নিরসন, আবেদনপত্র জমা ও সনদ প্রদানের জন্য এসএমএস প্রদান করা হবে।

কোনো আবেদনে ভুলত্রুটি থাকলে সেটিও এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর নির্ভুলভাবে আবেদন প্রক্রিয়া সম্পন্নের পর পাঁচ কার্যদিবসের মধ্যে মূল সনদ প্রদান করা হবে। এ ছাড়া নিরসন হবে সার্টিফিকেট উত্তোলন-সংক্রান্ত জটিলতা।

উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক সালেহ্‌ হাসান নকীব বলেন, এর মাধ্যমে আরও দ্রুততার সঙ্গে সনদ প্রদান করা যাবে। এর মধ্য দিয়ে আবেদনকারীদের সময় সাশ্রয় ও সে সম্পর্কিত বিড়ম্বনা লাঘব হবে। আগামীতে এই প্রক্রিয়া আরও আধুনিকায়নসহ পরীক্ষা-সংক্রান্ত সামগ্রিক প্রক্রিয়া সময়োপযোগী করার কাজও চলছে।