ঢাকা | মে ১১, ২০২৫ - ২:১৮ পূর্বাহ্ন

পিএসএলে রিশাদকে অভিষেক করাল লাহোর

  • আপডেট: Sunday, April 13, 2025 - 9:37 pm

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো পিএসএলে খেলতে গিয়েছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। সুযোগ পাননি প্রথম ম্যাচে। তাই বাংলাদেশি ভক্তদের অপেক্ষা বাড়ছিল রিশাদের অভিষেক ঘিরে। অবশেষে সেই অপেক্ষা ফুরল। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে লাহোর কালান্দার্সের একাদশে আছেন এই লেগ স্পিনার।

রিশাদের অভিষেক ম্যাচে রাওয়ালপিন্ডিতে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কোয়েটা। অর্থাৎ রিশাদের দল আগে ব্যাট করবে।

এর আগে এক ম্যাচ খেলেছে লাহোর। তবে সেই ম্যাচের একাদশে ছিলেন না রিশাদ। মূলত দলের কম্বিনেশনের কারণেই একাদশে ছিলেন না তিনি। তবে সেই ম্যাচ হারের পর এবার রিশাদকে নিয়েই মাঠে নামছে লাহোর। যেখানে টুর্নামেন্টে প্রথম জয় পেতে মরিয়া শাহিন শাহ আফ্রিদির দলটি।

প্রসঙ্গত, এবারের পিএসএলে ড্রাফট থেকে রিশাদ ছাড়াও দল পেয়েছেন লিটন দাস এবং নাহিদ রানা। টাইগার ওপেনার লিটনের খেলার কথা ছিল করাচি কিংসে।

তবে টুর্নামেন্ট শুরুর আগেই পিএসএল থেকে ফিরে আসতে হয়েছে তাকে। চোটে পড়েছেন এই ব্যাটার। আর স্পিড স্টার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে বাবর আজমের দল পেশওয়ার জালমি। তিনি পিএসএলে যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলে।

Hi-performance fast WordPress hosting by FireVPS