ঢাকা | মে ১০, ২০২৫ - ৬:৩৮ অপরাহ্ন

চাঁপাইয়ে মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট: Sunday, April 13, 2025 - 11:03 pm

বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণা

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে বিদেশে চাকরি দেয়ার নামে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ  পৌর এলাকার মাস্টারপাড়ো মহল্লার মৃত ফজলুর রহমােেনর ছেলে সিরাজুল ইসলাম (৫৪)। র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মারুফুল ইসলাম জানান, ফজলুর রহমান দীর্ঘদিন হতে প্রতারণা চালিয়ে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ  থেকে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এমন একজন ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জেলার সদর থানাধীন মহানন্দা টোলপ্লাজার সামনে গত শনিবার রাত সোয়া ১২টার সময় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে বিদেশে চাকরি দেয়ার নামে অসহায় মানুষদের টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদরে মডেল থানায় মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধমে জেল-হাজতে প্রেরণ করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS