সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে দেলোয়ার হোসাইন (৩৮) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তিনি সাঁথিয়া পৌরসভার হেঙ্গুয়া গ্রামের রইজ উদ্দীনের ছেলে ও কাশিনাথপুর বিজ্ঞান ও প্রযুক্তি স্কুলের গণিত বিভাগের শিক্ষক ছিলেন। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝড়ে হেলে যাওয়া টিনের ঘর ঠিক করতে যান দেলোয়ার হোসাইন।
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে থাকায় মুহূর্তেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।