রাবিতে হতে যাচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা হতে যাচ্ছে। ইতিমধ্যে সে লক্ষে প্রয়োজনীয় সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই বিষয়ে দুইবার চীন সফর করেন। বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, সফরকালে উপাচার্য চীনের সেন্টার অব চাইনিজ এডুকেশন ফাউন্ডেশন ও হংহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে রাবিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য আলোচনা করেন। সংশ্লিষ্ট বিষয়ে চীনা প্রতিনিধিদলও রাবি সফর করে।
প্রসঙ্গত, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট আছে। রাবিতে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা হলে এই অঞ্চলের মানুষ মানসম্মতভাবে চীনা ভাষা শিক্ষার ও এর সংস্কৃতির সাথে পরিচিত হবার পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রেও সহায়তার সুযোগ পাবে।