ঢাকা | মে ১০, ২০২৫ - ২:২৫ পূর্বাহ্ন

ভাড়া বাড়ি থেকে মাদ্রাসা শিক্ষিকার লাশ উদ্ধার

  • আপডেট: Sunday, April 13, 2025 - 11:42 pm

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শেরপুরে মাহমুদা বেগম (৪০) নামে এক মাদ্রাসা শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার সকালে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া গ্রামে ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা, তা জানা যায়নি।

মৃত মাহমুদা বেগম সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তার স্বামী সোহেল রানা শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় লাইব্রেরিয়ান পদে চাকরি করেন।

শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম বলেন, মাহমুদা বেগম বাড়ির সবার অগোচরে ডাইনিং রুমের জানালার গ্রিলে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। মৃতের ভাই মাহবুবর রহমানের থানায় লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

মৃতের বাবার বাড়ি ও তার স্বামী সোহেল রানা মৃত্যুর সঠিক কোনো কারণ জানাতে পারেনি। শেরপুর থানা পুলিশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে। জানা গেছে, শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর গ্রামের বাসিন্দা মাহমুদার নাটোরের সিংড়া উপজেলার সোহেল রানার সঙ্গে বেশ কয়েক বছর আগে বিয়ে হয়।

চাকরির কারণে এই দম্পতি শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়ায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন।  শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর নিহতের পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে। আত্মহত্যার মূল কারণ কী, তা উদঘাটনে পুলিশি অনুসন্ধান শুরু করা হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS