ঢাকা | এপ্রিল ১৩, ২০২৫ - ১:৪৫ অপরাহ্ন

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি মিলু, সা. সম্পাদক মোহন

  • আপডেট: Sunday, April 13, 2025 - 12:06 am

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরের অন্তর্গত বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সভাপতি হলেন শামসুল হোসেন মিলু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হলে বজলুজ্জামান মোহন।

গতকাল শনিবার বিকেল ৪টায় রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ে বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি ও দলকে সুসংগঠিত করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে তাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।

অনুষ্ঠান শুরু পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শুরু হয় মুল পর্ব। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল হোসেন মিলুর সভাপতিত্বে ও সদস্য সচিব বজলুজ্জামান মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক বজলুল হক মন্টু ও জয়নাল আবেদীন শিবলী।

আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, তাজমুল তান টুটুল, রুকুনুজ্জামান আলম, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, মহানগর মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট রওশন আরা পপি, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, কৃষকদল রাজশাহী মহানগরের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, সদস্য সচিব আশরাফুল ইসলাম, মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বোয়লিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীবৃন্দ। কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। সেইসাথে দ্রত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করে মহানগর বিএনপি’র কাছে জমা দেয়া আহ্বান জানানো হয়েছে।