ঢাকা | এপ্রিল ১৫, ২০২৫ - ১১:৪১ পূর্বাহ্ন

বাগমারায় সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

  • আপডেট: Sunday, April 13, 2025 - 11:10 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারায় সড়ক দুর্ঘটনায় হাট মাধনগর আলীম মাদ্রাসার সহকারী মাওলানা শিক্ষক আব্দুল মান্নান নিহত হয়েছেন। তার বাড়ি গোবিন্দপাড়া ইউনিয়নের মাড়িয়া গ্রামে।

রোববার সকাল ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে মাদ্রাসায় যাওয়ার সময় হাট বাইগাছা এলাকার বিন্দুর মোড়ে বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে মাস্টার আব্দুল মান্নান গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।