ঢাকা | মে ৬, ২০২৫ - ১:৫৮ অপরাহ্ন

বল টেম্পারিংয়ের দায়ে ক্যারিবিয়ান ক্রিকেটারের শাস্তি

  • আপডেট: Sunday, April 13, 2025 - 6:39 pm

অনলাইন ডেস্ক : বল টেম্পারিংয়ের দায়ে শাস্তি পেয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার ভিরাসামি পারমল। একই অভিযোগে তার সতীর্থ কেভলন অ্যান্ডারসনকেও বল শাস্তি পেতে হচ্ছে।ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টুর্নামেন্টে গায়ানা হার্পি ঈগলসের হয়ে খেলার সময় তাদের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠে।

জানা গেছে, পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড ফোর্সের বিপক্ষে বল টেম্পারিং করেন পারমল এবং কেভলন। ম্যাচের প্রথম দিনে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের আচরণবিধির লেভেল ২ লঙ্ঘনের জন্য পারমলকে তার ম্যাচ ফি-এর ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। শুনানিতে পারমল তার বিরুদ্ধে আনীত অভিযোগ মেনে নিয়েছেন।

মিডিয়াম পেসার রোনাল্ডো আলিমোহামেদকে লেভেল ২ লঙ্ঘনের জন্য তার ম্যাচ ফি-এর ৬৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আচরণবিধির ধারা ২.১–২.৫; অনুচ্ছেদ ৩.৬ লঙ্ঘন করেছেন। এই ধারায় বল বা পানির বোতল বা অন্য কোনো বস্তু খেলোয়াড় কিংবা আম্পায়ারের দিকে ছুঁড়ে মারার প্রতি শাস্তি উল্লেখ করা হয়েছে।

আলিমোহামেদ শুরুতে অভিযোগ অস্বীকার করায় তার শাস্তি বেড়েছে। শুরুতে ৬০ শতাংশ জরিমানা করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৬৫ শতাংশ করা হয়েছে।

শাস্তি পাওয়া ক্রিকেটারদের মধ্যে শুধু পারমলই একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষেই ওয়ানডে এবং টেস্টে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯ টেস্ট, ৭ ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি।

Hi-performance fast WordPress hosting by FireVPS