ঢাকা | মে ১৭, ২০২৫ - ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম

মাদ্রাসা শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর

  • আপডেট: Sunday, April 13, 2025 - 12:19 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এক মাদ্রাসা থেকে হারিয়ে যাওয়া ৬ বছর বয়সী শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরে দিয়েছে আরএমপি’র রাজপাড়া থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ এপ্রিল দুপুর ৩ টায় রাজপাড়া থানার লক্ষ্মীপুর মোড়ে কর্তব্যরত সার্জেন্ট মুহা: ইবনে সাঈদ এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পান। তিনি শিশুটিকে লক্ষ্মীপুর ট্র্যাফিক পুলিশ বক্সে নিয়ে গিয়ে সান্ত্বনা প্রদান করেন। তার কান্নার কারণ জানতে চাইলে শিশুটি বলে, সে কাউকে না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে এসেছে এখন ফিরতে পারছে না তাই ভয়ে কান্না করছে। সে নিজের নাম ও বাবার নাম ছাড়া কিছুই বলতে পারে নাই। বিষয়টি সার্জেন্ট সাইদুর রাজপাড়া থানাকে অবগত করেন।

এসময় রাজপাড়া থানার এএসআই মো: নেসাউর রহমান ও তার টহল টিম থানার আওতাধীন এলাকায় ডিউটিতে নিয়োজিত ছিলেন। তারা খবর পেয়ে লক্ষ্মীপুর ট্র্যাফিক পুলিশ বক্স থেকে শিশুটিকে নিয়ে থানায় আসেন।

পরবর্তীতে, রাজপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল আলম শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন তার বাড়ি নীলফামারী জেলায় কিন্তু তারা মহানগরীর পবা এলাকায় বসবাস করে। সে রাজশাহীর এক মাদ্রাসায় আবাসিক থেকে পড়াশোনা করে। সেদিন সে মাদ্রাসা থেকে বের হয়ে লক্ষ্মীপুর মোড়ে চলে এসেছে। পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে রাজপাড়া থানা পুলিশ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

শিশুকে ফিরে পেয়ে তার বাবা অত্যন্ত আনন্দিত। তিনি রাজপাড়া থানাসহ উদ্ধারের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Hi-performance fast WordPress hosting by FireVPS