ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ১:০৮ অপরাহ্ন

ভুট্টা খেতের পাতা কাটায় খুন হন বাঘার সেই কৃষক

  • আপডেট: Saturday, April 12, 2025 - 11:13 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ভুট্টা খেতে পাতা কাটায় খুন হন শফিকুল ইসলাম (৩৫) নামের এক কৃষক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে চর কালিদাশখালীর আমবাগান এলাকা থেকে শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। শফিকুল ইসলাম উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরকালিদাশখালীর আমবাগান এলাকার ফজল শেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা ফজল শেখ বাদি হয়ে ওইদিন বাঘা পৌরসভার মশিদপুর গ্রামের জিন্নাতের ছেলে লতিফুল ইসলাম গিয়াস উদ্দীনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, লতিফুল ইসলাম গিয়াসের (৩৫) কালিদাসখালি চরে ভুট্টা খেত রয়েছে। কে বা কারা সেই খেতের ভুট্টার মাথা কেটে নিয়ে যায়। এরপর থেকে সে ওৎ পেতে ছিল ভুট্টার মাথা কাটা লোককে ধরার জন্য। ওইদিন সেই খেতে গিয়ে ভুট্টার পাতা কাটছিল শফিকুল ইসলাম।

এসময় ধারালো হাসুয়া দিয়ে পেছন থেকে শফিকুল ইসলামের বাম বগলের নীচে কোপ মারে লতিফুল ইসলাম গিয়াস গুরুতর আহত অবস্থায় পড়ে ছিল। পরে মাঠ পাহারাদার হাবলু হোসেন রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তার ভাগনে আবদুল হালিমকে খবর দেন। এরপরে আবদুল হালিম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক ইসমত আরা রেশমা তাকে মৃত ঘোষণা করেন।

শফিকুল ইসলামের স্ত্রী শারমিন খাতুন, আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে মাহামুদুল ইসলাম এবং এক বছরের শ্রয়া খাতুন নামের এক মেয়ে রয়েছে। ঘটনার পর গিযাস উদ্দীন আত্নগোপনে রয়েছে। বাঘা থানার ওসি আফম আছাদুজ্জামান বলেন, ভুট্টা খেতের পাতা কাটায় খুন করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপরও পুলিশ তদন্ত করছে। তবে তার বাম হাতের বগলের নিচে কোপানোর চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্ত করা হয়েছে। গত শুক্রবার বিকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যার সাথে জড়িত লতিফুল ইসলাম গিয়াসকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।