ঢাকা | মে ৯, ২০২৫ - ২:১৫ পূর্বাহ্ন

রেললাইনের পাশে পড়ে ছিল ট্রাক চালকের লাশ

  • আপডেট: Saturday, April 12, 2025 - 11:43 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির পোওতা রেললাইনের পাশ থেকে আমিরুল ইসলাম (৩২) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

শনিবার সকালে উদ্ধারকৃত লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যা করা হয়েছে তাকে। এটি ট্রেন দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে লাশ রেললাইনের পাশে ফেলে যায় হত্যাকারীরা। আমিরুল উপজেলার সান্তাহারের পোওতা টিকরী এলাকার গায়ের আলীর ছেলে।

পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন আমিরুল। এরপর আর বাড়ি ফেরেননি তিনি।  শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে পোওতা রেললাইনের পাশে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেয়া হলে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। মৃ

তের স্বজনদের ধারণা, পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করেছে। এরপর এটি ট্রেন দুর্ঘটনা হিসেবে চালিয়ে দিতে লাশ রেললাইনের পাশে ফেলে যায়। সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, মৃত ট্রাক চালকের বাম হাত ভাঙা ছিল। তার বাম উরুতে ছুরিকাঘাত ও বাম চোখে জখমসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS