ঢাকা | জুলাই ১২, ২০২৫ - ৭:৫৫ অপরাহ্ন

নাটোরে আদালতের মালখানা থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও টাকা উদ্ধার

  • আপডেট: Saturday, April 12, 2025 - 11:40 pm

নাটোর প্রতিনিধি: নাটোরের আদালতের মালখানা থেক চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫ কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়।

শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ঘটনার পরে আটককৃতদের দেয়া তথ্য এবং অনুসন্ধানে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সকল স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে।

চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের ভেতরেই টাকাগুলো উদ্ধার করতে পারব। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।