রাজশাহীতে জলবায়ু ধর্মঘট পালিত

স্টাফ রিপোর্টার: বিশ্বব্যাপী জলবায়ুর বিরূপ পরিবর্তনে গ্লোবাল ক্লাইমেট স্টাইকের অংশ হিসেবে রাজশাহীতে জলবায়ু ধর্মঘট পালিত হয়েছে।
শুক্রবার সকালে রাজশাহীর ভদ্রা মোড়ে রিনিউ আর্থ রাজশাহীর আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ব্যানার ও প্লাকার্ডে জলবায়ুর পরিবর্তনের নানা দিক তুলে ধরেন অংশগ্রহণকারী। মানববন্ধনে জলবায়ুর পরিবর্তনে রাজশাহী অঞ্চলের প্রভাবগুলো তুলে ধরা হয়।
এসময় বক্তারা বলেন, রাজশাহী গ্রীণ সিটি নামে পরিচিত হলেও বর্তমানে রাজশাহীতে গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমছে। রাজশাহী শহরে বর্তমানে একটি বড় সমস্যা আলোর দূষণ। ভবিষ্যতে এই সমস্যার সমাধান না হলে আরো কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, রিনিউ আর্থ রাজশাহী বিভাগের প্রতিনিধি মোফাচ্ছিরুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের এডি কবির হোসেন, ডিরেক্টরস অ্যান্ড এক্টর গিল্ডের সভাপতি ওয়ালিউর রহমান বাবু, বরেন্দ্র সচেতন সমাজের সভাপতি রায়হান রোহানসহ শিক্ষক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।