৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত রাজশাহী শিক্ষা বোর্ডে

এসএসসি পরীক্ষা শুরু
স্টাফ রিপোর্টার: সারাদেশের মত রাজশাহী শিক্ষাবোর্ডেও এস এস সি পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় ২৬৯টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। চলে দুপুর একটা পর্যন্ত। প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথমদিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থী উপস্থিত ছিল।
পরীক্ষা শুরুর পর রাজশাহীর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোফাখারুল ইসলাম ও সচিব অধ্যাপক শামীম আরা চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষার প্রথম দিনে ৯৯ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আরিফুল ইসলাম জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৬২ হাজার ৬৭৯ জন। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার ৫৭ জন শিক্ষার্থী প্রথম দিন পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে এক হাজার ৬২২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। প্রথম দিনের পরীক্ষায় কোনো শিক্ষার্থী বহিষ্কৃত হয়নি। উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮ জেলায় মোট ২৬৯ টি কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা চলাকালে সকালে পবা উপজেলার নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন- অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) উম্মে কুলসুম সম্পা ও পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এবিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে কুলসুম সম্পা বলেন, এবার এসএসসিতে রাজশাহী জেলায় ৮৯টি কেন্দ্রে ৩৭ হাজার ২০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। জেলার প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা চলছে।
প্রতিটি কেন্দ্রে একজন সরকারি কর্মকর্তা নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি ম্যাজিস্ট্রেটরাও পরীক্ষা কেন্দ্রগুলোতে যাচ্ছেন। তিনি আরো বলেন, তিনি চারটি কেন্দ্র পরিদর্শন করেছেন। পরীক্ষার সার্বিক পরিস্থিতি ভাল। শিক্ষার্থীরাও আধাঘণ্টা আগেই পরীক্ষা কেন্দ্রে এসেছে। এবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কোনো সুযোগ নেই।