ঢাকা | এপ্রিল ১৪, ২০২৫ - ৯:৪১ অপরাহ্ন

রাসিকের সাবেক কাউন্সিলর টিটো’র  দাফন সম্পন্ন

  • আপডেট: Friday, April 11, 2025 - 11:22 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটোর নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা রেলওয়ে মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমকে গোরহাঙ্গা গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও বিএনপি রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্মখ্দুম থানা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, যুবদল রাজশাহী মহানগরের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট, বর্তমান আহ্বায়ক মাহফজুর রহমান রিটন ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি ও রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মী, এলাকাবাসী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীবৃন্দ।

উল্লেখ্য নুরুজ্জামান টিটো দীর্ঘদিন যাবৎ দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।