ঢাকা | এপ্রিল ১৩, ২০২৫ - ৮:১০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম কিনতে চায় তুরস্ক

  • আপডেট: Friday, April 11, 2025 - 12:17 pm

অনলাইন ডেস্ক : রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা তুলে নিলে আঙ্কারা তার সেনাবাহিনীর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের খুচরা যন্ত্রাংশ, গোলাবারুদ এবং ইলেকট্রনিক্স কিনতে প্রস্তুত।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বুধবার (৯ এপ্রিল) এ কথা বলেছেন।  খবর মিডল ইস্ট আইয়ের।

পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য পুনরুদ্ধারের জন্য তুরস্কের প্রচেষ্টার কথা তুলে ধরা হয়েছে।

ফিদান বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্টের সিদ্ধান্ত এবং আইনি সংশোধন উভয়ের প্রয়োজন হতে পারে।  তার এই মন্তব্য যেন ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক পুনরুজ্জীবিত করার জন্য আঙ্কারার প্রচেষ্টার ইঙ্গিত।

তিনি বলেন, আঙ্কারা ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান পুনরুদ্ধারের আশা করছে যা মূলত তুর্কি বিমান বাহিনীর জন্য তৈরি করা হয়েছিল কিন্তু ২০১৯ সাল থেকে ওয়াশিংটন তা আটকে রেখেছে।

রাশিয়ার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে এফ-৩৫ প্রোগ্রাম থেকে বহিষ্কারের পর থেকে জেটগুলো বছরের পর বছর ধরে একটি গুদামে মজুদ করা হয়েছে বলে জানা গেছে।

তুরস্কের বিরুদ্ধে বর্তমান মার্কিন নিষেধাজ্ঞাগুলো ২০২০ সালে প্রশাসনের অধীনে কাউন্টারিং আমেরিকা’স অ্যাডভার্সারিজ থ্রু স্যাকশনস অ্যাক্ট এর মাধ্যমে আরোপ করা হয়েছিল।