ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৩:৫৩ পূর্বাহ্ন

মোহনপুরে পান বরজে আগুন, কৃষকদের লাখ-লাখ টাকার ক্ষতি

  • আপডেট: Friday, April 11, 2025 - 11:32 pm

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুর পান বরজে আগুন লেগে প্রায় ১৯ জন কৃষকের লাখ-লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ১নং ধুরইল ইউনিয়নের অন্তর্গত বড় পালশা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে হাসান আলী (৩৫) এর পানের বরজে কোন লোকজন ছিল না এমন সময় পান বরজের উত্তর পাশে আগুন জ্বলতে দেখে পান বরজের পার্শ্ববর্তী বাড়ির মালিক আব্দুল কাদের চিৎকার শুরু করলে গ্রামের আশেপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং মোহনপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং অবশেষে আগুন নিভাতে সক্ষম হন।

এ আগুন লাগার ঘটনায় কৃষকদের প্রায় ২৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন, মৃত মকসেদ আলীর ছেলে হাসান আলী (৩৫), মৃত রহিম বক্সের ছেলে সাদেক আলী (৪৫), মৃত মসির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং শফিক (৪২), রহিম বক্সের ছেলে মোসাদ (৪০), মৃত বজেরের ছেলে সাহেব আলী (৩৫), মৃত সামানের ছেলে কামাল হোসেন (৪০), মৃত অফারের ছেলে ভোলা (৩৮), মৃত বজরের ছেলে আফজাল হোসেন (৩০) এবং আজাদ (৪৫), মছির উদ্দিনের ছেলে দুলাল (৪৪), মৃত একসারের ছেলে জাহিদ (২৫), মযেজ উদ্দিনের ছেলে তাইজুল ইসলাম (৩৫) এবং আতিক হোসেন (২৬), মযেজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০), ইসমাইলের ছেলে নুরুল ইসলাম (৪০), ইসরাইলের ছেলে ওহাব (৫০), এমাজ উদ্দিনের ছেলে আব্দুল মালেক (৫৫), আব্দুস সামাদের ছেলে হাসান আলী (২০)। পান বরজে আগুন লাগার কারণ সঠিকভাবে এলাকাবাসী বলতে পারেনি। তবে তারা ধারণা করছে কেউ শত্রুতা করে পরিকল্পিত ভাবেও আগুন লাগাতে পারে।