বাশখালির শহিদদের স্মরণে মানববন্ধনে জীব্শ্ব জ্বালানির বিনিয়োগ বন্ধের দাবি

স্টাফ রিপোর্টার : পরিবর্তন, ক্লিন এবং বিডাব্লুজিইডি-এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার রাজশাহীর বড়কুঠি এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জীব্শ্ব জ্বালানির বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের দাবি জানানো হয়।
২০১৬ সালের বাঁশখালী আন্দোলনের স্মরণে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ২০১৬ সালে চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতা করতে গিয়ে কৃষিজমি ও কবরস্থান রক্ষার দাবিতে যেসব মানুষ জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের স্মরণে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “আর নয় জীবাশ্ম জ্বালানি, পরিচ্ছন্ন ভবিষ্যতের অপেক্ষা” – এই স্লোগান ধারণ করে কয়লা, এলএনজি ও অন্যান্য দূষণকারী শক্তির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানান।
তারা বলেন বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অর্থনৈতিক ও পরিবেশগতভাবে ক্ষতিকর। বিশেষজ্ঞরা উল্লেখ করেন যে বৈশ্বিক জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুতের খরচ বাড়ছে, যা সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করছে। তারা আরও বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা সৌর, বায়ু এবং অন্যান্য নবায়নযোগ্য শক্তির ওপর নির্ভর করাই সবচেয়ে টেকসই ও সাশ্রয়ী পথ।পরিবর্তনের এক প্রতিনিধি বলেন, “জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ করা একটি স্বল্পদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত, যা জলবায়ুর ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।
পরিবেশ ও অর্থনীতিকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। মানববন্ধনের শেষে আয়োজকরা নীতি নির্ধারকদের ওপর চাপ সৃষ্টির মাধ্যমে জীবাশ্ম জ্বালানি বিনিয়োগ বন্ধ ও পরিচ্ছন্ন জ্বালানির প্রচারের লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। রাজশাহীর এই কর্মসূচি সারাদেশব্যাপী জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে চলমান আন্দোলনের একটি অংশ।