বাংলাদেশি অধিনায়কের বিশ্ব রেকর্ড
অনলাইন ডেস্ক: বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক রেকর্ড গড়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা।
গতকাল পাকিস্তানের লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে মাত্র ৮০ বল মোকাবেলা করে ১৫টি চার আর এক ছক্কার সাহায্যে ১০১ রান করেন নিগার সুলতানা।
এই ম্যাচে সেঞ্চুরি করার মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য এক নজির গড়েন নিগার সুলতানা। যা বিশ্বে আর কোনো ক্রিকেটারের নেই।
এমনকি অস্ট্রেলিয়া-ভারত-ইংল্যান্ডের মতো শক্তিশালী দেশের কোনও নারী ক্রিকেটার এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি।
বিশ্বের প্রথম উইকেটকিপার অধিনায়ক হিসেবে নারীদের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরি করার বিশ্বরেকর্ড গড়েন নিগার সুলতানা। নারীদের ওয়ানডে ক্রিকেটে উইকেটকিপারদের শতরান রয়েছে মোট ২১টি।
তবে নিগার সুলতানা ছাড়া কেউই দলকে নেতৃত্ব দিতে নেমে শতরান করতে পারেননি। সেই অর্থেই ইতিহাসে নাম লিখিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক।এতদিন নারীদের ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও উইকেটকিপার-ক্যাপ্টেনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল অ্যালিসা হিলির নামে। তিনি ২০২৪ সালে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে নেমে ৮২ রান করেছিলেন।
বৃহস্পতিবার লাহোরে থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিতে নেমে ১০১ রান করেন নিগার সুলতানা। সুতরাং, হিলির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েন নিগার।
নারীদের ওয়ানডে ক্রিকেটে কোনও উইকেটকিপার-ক্যাপ্টেনের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
১. নিগার সুলতানা (বাংলাদেশ)- ১০১ বনাম থাইল্যান্ড (২০২৫)।
২. অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া)- ৮২ বনাম ভারত (২০২৪)।
৩. বাবেট ডি’লিড (নেদারল্যান্ডস)- ৭৬ বনাম আয়ারল্যান্ড (২০২২)।