ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর ও জেলা শাখা।
শুক্রবার জুম্মার নামাজের পর নগরীর জিরোপয়েন্ট বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সাহেব বাজার, সোনাদিঘীর মোড়, কুমারপাড়া হয়ে জিরোপয়েন্টে এসে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, একটা জাতির ওপর এভাবে দিনের পর দিন হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। কিন্তু বিশ্বের মুসলিম উম্মাহ ও সংগঠনের কোনো টনক নড়ছে না। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান।
গণহত্যার দোসরদের পণ্য বাংলাদেশে আনা যাবে না। তাদের নামে চলা ব্যবসা অবিলম্বে বাংলাদেশে বন্ধ করতে হবে। সেই সঙ্গে মানুষকেও এই পণ্য কেনা থেকে দূরে থাকতে হবে। গণহত্যা বন্ধে এখনই জাতিসংঘকে জোরালো পদক্ষেপ নিতে হবে।