নিজের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় লক্ষ্মীপুর বাকীর মোড় এলাকার নিজ বাসভবনে তাকে হত্যা চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুহুল আমিন বাবলু দাবি করেছেন, তিনি ছাত্র জীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত আছেন। সেইসাথে বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।
তিনি রাজশাহী মহানগরীর আওতাধীন ৬ নং ওয়ার্ডের সভাপতি, রাজপাড়া থানা ছাত্রদলের সভাপতি, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতিসহ ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে দলের তৃণমূলে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাজনৈতিক জীবনে তিনি বিএনপির আদর্শ বাদে অন্য কোন আদর্শে কখনোই জড়িত ছিলেন না। এ কারনে বিগত ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের শাসনামলে ৯টিরও বেশি রাজনৈতিক মামলার শিকার হন এবং ১০বারের অধিক কারাবরণ করেন।
এখনো নিয়মিত কোর্টে হাজিরা দিচ্ছেন। এতকিছুর পরেও দলের ভিতরের কিছু বিপথগামী সদস্য, আওয়ামী লীগের এজেন্ট, ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী অনুপ্রবেশকারীরা গত ২৪ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টায় তার বাসভবনে ভয়ানক হামলা চালায়। বাসভবন ভাঙচুরের পাশাপাশি পরিবারসহ তাঁকে হত্যার উদ্দেশে বাড়িতে আগুন দেয়। কয়েক রাউন্ড গুলিও করা হয়। পুলিশ ঘটনার আলামত হিসেবে গুলির খোসাও উদ্ধার করেছে। কোনমতে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার হয়ে বর্তমানে আতঙ্কিত ও চরম নিরাপত্তাহীনতায় দিন যাপন করছেন বলে জানান বিএনপি নেতা রুহুল আমিন বাবলু।
রুহুল আমিন বাবলু বলেন, তিনি আওয়ামী লীগ সরকারের দুঃশাসনেও কারাবরণ করেছেন। কিন্তু পরিবারসহ এধরনের প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়ননি। শুধুমাত্র দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করার কারণেই পরিবারসহ তাঁকে হত্যা করতে চেয়েছে দলের ভেতরের কিছু অনুপ্রবেশকারী হাইব্রিড সন্ত্রাসী। তিনি ও তার স্ত্রী কন্যা সন্তানসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আইনের আশ্রয় নেয়ার পরেও দৃশ্যমান কোন ফলাফল এখন পর্যন্তও চোখে পড়েনি।
প্রতিনিয়ত বিএনপির কথিত নেতাদের কাছ থেকে পরোক্ষভাবে মামলা তুলে নেয়াসহ প্রাণনাশের হুমকির সম্মুখীন হচ্ছেন। ঘটনার প্রমাণ থাকার পরও আইন-শৃঙ্খলা বাহিনী দোষিদের গ্রেপ্তার করছে না। এতে নিজেকে অসহায়, নিরাপত্তাহীনবোধ করছেন বলেও উল্লেখ করেন রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু। সংবাদ সম্মেলনে তার স্ত্রী নাদিরা বেগম লিপি উপস্থিত ছিলেন।