নগরীতে জমি নিয়ে বিরোধে ভাগিনার হাতে মামা খুন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পারিবারিক কলহে ভাগিনার আঘাতে নিহত হয়েছেন মামা।
নিহত ওই ব্যক্তি নগরীর বিলসিমলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে সুরুজ (৫২)। পেশায় তিনি একজন মাইক্রো ড্রাইভার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা শুনে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থার প্রক্রিয়া চলছে।