ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১০:৩৬ অপরাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে চাঁদার দাবিতে ব্যবসায়ীর ওপর হামলা, গ্রেপ্তার ১

  • আপডেট: Friday, April 11, 2025 - 9:52 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ৫০ হাজার টাকা চাঁদা না পাওয়ায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার উজানখলসী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আজাহার আলী (৪৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল (রোববার) রাত সাড়ে ৯টার দিকে উজানখলসী এলাকার সৈয়দের মোড়ে একটি চায়ের দোকানে বসেছিলেন ব্যবসায়ী আব্দুর রহমান।

এসময় আজাহার, রুবায়েতসহ কয়েকজন এসে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আব্দুর রহমান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আব্দুর রহমানের ভাই মাহাবুর জানান, দীর্ঘদিন ধরে আজাহার ও তার সহযোগিরা আমার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে আসছিল। সেই পূর্ব বিরোধের জের ধরেই  রোববার তারা আবার টাকা দাবি করে।

ভাই রাজি না হওয়ায় তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি আরও জানান, ঘটনার পর গত বৃহস্পতিবার দুর্গাপুর থানায় আব্দুর রহমানের স্ত্রী শেফালী বেগম বাদী হয়ে মামলা করেন।

তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হুদা বলেন, ব্যবসায়ী আব্দুর রহমানের ওপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।