ঢাকা | মে ১৫, ২০২৫ - ১২:২৩ অপরাহ্ন

চারঘাটে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

  • আপডেট: Friday, April 11, 2025 - 9:50 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে সড়ক দুর্ঘটনায় হুমায়রা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত হুমায়রা চারঘাট উপজেলার রাওথা গ্রামের মিঠুন আলীর মেয়ে বলে জানা গেছে। গতকাল শুক্রবার আনুমানিক সাড়ে ৩টার দিকে রাউথা গ্রামস্থ নুরুর বটতলা নামক স্থানে চারঘাট-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে হুমায়রা তার দাদির সাথে প্রতিবেশীর বাড়িতে বেড়াতে গেলে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনে পাঁকা রাস্তা পার হয়ে রাস্তার পাশে বাঘা গামী পাকা রাস্তার একেবারে পাশে।

সে সময় অসাবধানতা বশতঃ  শিশু হুমায়রা রাস্তার একপাশ থেকে আরেক পাশে দৌড় দেয়। ঠিক তখনই বাঘা থেকে রাজশাহী গামী এ আর ট্রাভেলস বাস শিশু হুমায়রাকে ধাক্কা মারে এবং বাসের চাকা শিশু হুমায়রার মাথার ওপর দিয়ে চলে যায়।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়  লোকজন কাকরামারী বাজারে বাসটি আটক করেন, কিন্তু ড্রাইভার পালিয়ে যান। পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসেন। নিহত শিশুটির পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Hi-performance fast WordPress hosting by FireVPS