ঢাকা | এপ্রিল ১৬, ২০২৫ - ৯:২৮ অপরাহ্ন

শিরোনাম

গাজায় গণহত্যার প্রতিবাদে পোরশা নিয়ামতপুর ও পার্বতীপুরে বিক্ষোভ

  • আপডেট: Friday, April 11, 2025 - 9:44 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পরে তৌহিদি জনতার আহবানে উপজেলার সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে একটি বিশাল মিছিল উপজেলা সদর নিতপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সেখানে মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী শরিফুল ইসলামের সঞ্চালনায় এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম মাও: আহাদ শাহ, নিতপুর বড় মসজিদের ইমাম মাও: আব্দুল বাসেত, নিতপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী, বিশিষ্ট সমাজ সেবক শরিফুল ইসলাম, ও প্রভাষক মেছবাহ্ উল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলি গণহত্যা, মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ও ইসরাইলি পণ্য বয়কটের দাবিতে নিয়ামতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর  তৌহিদি মুসলিম জনতার ব্যানারে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর উদ্যোগে উপজেলার হাজিনগর ইউনিয়নের শিবপুর বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এরপর মিছিল শেষে মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা শিবপুর বাজার মসজিদের সামনে একত্রিত হয়ে গণহত্যা বন্ধের দাবি ও দেশবাসীকে  ইসরাইলের সকল পণ্য বয়কট করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, শিবপুর জামে মসজিদের ইমাম নওশাদ আলী, বাঐচন্ডী আলিম মাদ্রাসার প্রভাষক আব্দুল সাত্তার টুটুল, প্রভাষক আব্দুল হাই, আল মামুন, নাসিম, নুহু, রবিউল, নূর মোহাম্মদ, এরশাদ আলী বাবুসহ আরও অনেকে।

পার্বতীপুর প্রতিনিধি জানান, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে পার্বতীপুরে  তৌহিদি মুসলিম জনতার আয়োজনে কেন্দ্রীয় শহিদ মনার চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বাদ জুম্মা শেষে পৌর শহর ও বিভিন্ন ইউনিয়ন থেকে মসজিদের ইমাম, মুসল্লি, ইমাম সমিতির নেতৃবৃন্দ, ইসলামী সংগঠনের নেতা কর্মীরা ও সাধারণ ধর্মপ্রাণ লোকজনেরা এ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

জুম্মার নামাজের পর পরেই বিভিন্ন মসজিদের মুসল্লিরা ব্যানার ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহিদ মিনারে উপস্থিত হন।

বক্তব্য রাখেন ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই, জ্ঞানাঙ্কুর স্কুল মসজিদের ইমাম হুমায়ুন কবীর, পার্বতীপুর  রেলওয়ে ব্রীজ মসজিদের ইমাম সাইফুল্লাহ, পার্বতীপুর মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান, খোলাহাটী নয়াপাড়া দোলাপাড়া জামে মসজিদের ইমাম আব্দুল হক, পুরাতন বাজার জামে মসজিদরে ইমাম হাবিবুল্লাহ, আব্দুল কাদের মুস্তাহার আনোয়ারুল ইসলাম প্রমুখ। বক্তব্য শেষে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।