পোরশায় মদ খেয়ে মোটরসাইকেল চালানোর দায়ে পাঁচজনকে জরিমানা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় মাদক সেবন করে মাতাল অবস্থায় রাস্তায় মোটরসাইকেল চালানোর কারণে পাঁচ মাদকসেবীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার নিতপুর কপালীর মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিসট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস তাদের দুই হাজার টাকা জরিমানা করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সরাইগাছী-আড্ডা রোডের বন্ধুপাড়া এলাকায় টহলদলসহ অভিযান পরিচালনা করে পোরশা থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক মাক্তাপুর গ্রামের টুনু বাকলার ছেলে নয়ন বাকলা (২০), শুকুর তিগ্যার ছেলে স্বপন তিগ্যা (২০), পান্ডা বারুর ছেলে শ্যামল বারু (২০), হাবলা তিগ্যার ছেলে রতন তিগ্যা (২৮) ও খাতিপুর গ্রামের মহন সাহার ছেলে রবিলাল তিগ্যাকে (২২) আটক করে থানায় নিয়ে আসেন। পরে গতকাল শুক্রবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়।