ছিনতাকৃত ছাত্রদল নেতাসহ ২ জনকে আদালতে প্রেরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর থানা ভবন থেকে ছিনতাইকৃত জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে (৩২) থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠিয়েছে লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোমিনুজ্জামান। এ ঘটনায় আটকৃত আরেক আসামি সুমন আলীকে (৩০) ও একই সাথে আদালতে প্রেরণ করা হয়। সুমন উপজেলার নবীনগর গ্রামের আতর আলীর ছেলে।
বুধবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।থানা ভবন থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় গত বুধবার রাতে দায়িত্বে অবহেলার কারনে বিভাগীয় ব্যবস্থা হিসেবে লালপুর থানার ওসি নাজমুল হক ও সহ উপ পুলিশ পরিদর্শক সাথি খাতুনসহ ২ কনস্টেবল লতিফা খাতুন ও রাজিবকে নাটোর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এদিকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গত বুধবার কেন্দ্রীয় ছাত্রদল সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নাটোরের লালপুরে থানা থেকে নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে ছিনিয়ে নেয়ার একটি অনাকাক্সিক্ষত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে কেন্দ্রীয় সংসদে প্রতিবেদন জমা দেয়ার জন্য কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভকে দায়িত্ব দেয়া হয়েছে।