৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছাচ্ছে না

সোনালী ডেস্ক: ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কিছু প্রার্থীর আন্দোলনের পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের অবস্থান স্পষ্ট করেছে। পিএসসি নির্ধারিত সময়সূচি আপাতত পরিবর্তন করবে না। তবে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা এবং ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা একদিনে পড়লে বিকল্প তারিখ নির্ধারণ করবে পিএসসি।
বৃহস্পতিবার পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানায়। পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবির পক্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে। কমিশনকে বর্তমানে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএসসহ নন-ক্যাডারের বিভিন্ন নিয়োগ সংক্রান্ত জট নিরসনকল্পে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হচ্ছে। পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কমিশন প্রার্থীদের সার্বিক প্রস্তুতির পাশাপাশি তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার ইতি টানার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
বিসিএস পরীক্ষাসহ অন্যান্য বড় বড় পরীক্ষা (নন-ক্যাডার, সিনিয়র স্কেল, বিভাগীয় পরীক্ষা) প্রস্তুতিতে প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ছাপানো এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্র নির্ধারণ বিপিএসসি’র জন্য একটি বড় চ্যালেঞ্জ। যেহেতু বিপিএসসি’র নিজস্ব অবকাঠামো নেই তাই এ সব কাজ নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা গ্রহণ করা হয়। অধিকন্তু পরীক্ষা কেন্দ্র নির্ধারণের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রাধিকারভুক্ত শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এসএসসি/এইচএসসি’র মতো পরীক্ষা, ছুটি ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করত বিপিএসসির প্রস্তাবিত পরীক্ষাগুলোর জন্য তাদের প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি প্রদান করে থাকে।
যেহেতু পরীক্ষা কেন্দ্রের জন্য একইসঙ্গে অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন হয়, তাই বিষয়টি জটিল। সার্বিক বিবেচনায় বিপিএসসি মনে করে বিসিএস ৪৪, ৪৫, ৪৬, ৪৭সহ বিভিন্ন নন-ক্যাডার ও অন্যান্য পরীক্ষা সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে আগামী ৮ মে বিসিএস ৪৬তম লিখিত পরীক্ষা অনুষ্ঠানের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা পরিবর্তন করা বাস্তবসম্মত নয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম মৌখিক পরীক্ষা ও ৪৬তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে সরকারি কর্ম কমিশনকে অবগত করা হলে মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।
সরকারি কর্ম কমিশনের বিভিন্ন অংশীজনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক আলোচনায় সর্বদা প্রস্তুত। তবে বিসিএস ৪৬-এর লিখিত পরীক্ষা বিলম্বিত করার পক্ষে কতিপয় প্রার্থী ৮ এপ্রিল সরকারি কর্ম কমিশনের মতো কেপিআইয়ের সম্মুখে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে অবৈধ প্রবেশের যে চেষ্টা করেছেন তা কোনভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সার্বিক বিষয়ে সরকারি কর্ম কমিশন এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রার্থীসহ সব মহলের সহযোগিতা কামনা করছে।