ঢাকা | মে ১৩, ২০২৫ - ১১:২৬ অপরাহ্ন

৩১৩ জনকে ডিঙিয়ে আগাম জামিন পেলেন সেই সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

  • আপডেট: Thursday, April 10, 2025 - 11:54 am

অনলাইন ডেস্ক : কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন কিনে নিয়ে স্বামীকে ছাড়িয়ে আনার হুমকি দেওয়া চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত একটি বেঞ্চ এই আগাম জামিন দিয়েছেন।

আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। বিষয়টির সত্যতা নিশ্চিতে হাইকোর্টের ওয়েবসাইটের লিংক পোস্টে জুড়ে দিয়েছেন তিনি। যেখানে তার দাবির সত্যতা মিলেছে।

উপস্থাপিত তথ্যপ্রমাণে দেখা গেছে, ৫৪৭ট মামলার আগাম জামিনের শুনানিতে বিচারক ১৫০ নম্বর পর্যন্ত শুনানির পর ৩১৩ জনকে ডিঙিয়ে ৪৬৩ নম্বরে থাকা তামান্না শারমিনের সিরিয়ালে চলে যান। ২০ এপ্রিলের আগে কোর্টের শেষ কার্যদিবসে ১৫০-র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

ফেসবুকে জুলকারনাইন তার পোস্টে লিখেছেন, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ যিনি কিছু দিন আগে গ্রেফতার হয়েছেন, এবং গ্রেফতারপরবর্তীতে তার স্ত্রী তামান্না শারমিন ‘কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে আদালত ও জামিন’ কিনে নেওয়ার কথা বলে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে রীতিমতো অপমানের চূড়ান্ত করেছেন। সেই তামান্নাকে আজ (বুধবার) আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তিনি আরও লিখেছেন, আশ্চর্যের বিষয় হলো- আজ বিজয় ৭১ ভবনের ২৫ নম্বর কোর্টে (৯ম তলায়, বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমান পরিচালিত ৫৪৭টি মামলার আগাম জামিনের শুনানি থাকলেও দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত সিরিয়াল নম্বর ১৫০ পর্যন্ত শুনানি চলে, এবং তারপরই বিচারক, সাজ্জাদের স্ত্রী তামান্না শারমীনের মামলায় চলে যান এবং ১ মিনিটের মধ্যেই জামিন মঞ্জুর করে দেন। এরপর তিনি দ্রুততার সঙ্গে আরও কয়েকটি মামলার শুনানি শেষ করেন।

২০ এপ্রিলের আগে হাইকোর্টের শেষ কার্যদিবসে একই আদালত আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দিয়েছেন বলে অভিযোগ তার। তিনি বলেন, ‘হাইকোর্টের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বলছে, এই কোর্ট ৫৪৭’টির মধ্যে মাত্র ৬৩টি মামলার শুনানি করেন আজ। এবং ২০ এপ্রিলের আগে আজই কোর্টের শেষ কার্যদিবস ছিল। একই আদালত আজ আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মীকেও আগাম জামিন দেয় বলে সূত্রের বরাতে জানা যায়।’

তিনি আরও লিখেন, ‘সাধারণত আদালত গুরুত্ব বিবেচনায় অর্থাৎ সচরাচর কারও জটিল রোগ বা আপনজন মারা গেলে তখন মূল সিরিয়াল ভেঙ যে কোনো একটি সিরিয়ালের মামলা ধরতে পারে। কিন্তু ১৫০’র পর, ৪৬৩ নম্বরে থাকা তামান্নার মামলা ঠিক কোন যৌক্তিকতায় ১ মিনিটে শুনানি শেষ করে আগাম জামিনের সিদ্ধান্ত দিয়ে দেওয়া হলো?’

Hi-performance fast WordPress hosting by FireVPS