ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৩৯ অপরাহ্ন

শিরোনাম

স্ত্রীর পরকীয়া সন্দেহে বাঘায় তিন ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম

  • আপডেট: Thursday, April 10, 2025 - 10:26 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় স্ত্রীর পরকীয়া সন্দেহে কথা কাটাকাটির জের ধরে তিন ভাইকে চাকু দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা মাঝপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বাউসা হেদাতিপাড়া গ্রামের আফতার আলীর ছেলে জেকের আলী (৫০), আরশাদ আলী (৪০) ও একের আলী (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরশাদ আলীর সন্দেহ তাঁর স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই প্রতিবেশি আসমত আলীর ছেলে মারফত আলীর সাথে তার ঝগড়ার হয়। গত বুধবার রাত রাত সাড়ে ৮টার দিকে মাঝপাড়া বাজারে মারফত আলীর সাথে আরশাদ আলীর এ নিয়ে কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে মারফত আলী কাছে থাকা চাকু দিয়ে কুপিয়ে আরশাদ আলীকে জখম করে। পরে তার ভাই জেকের আলী ও একের আলী এগিয়ে আসে তাদেরকেও কুপিয়ে জখম করে করা হয়।

পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে জেকের আলী ও আরশাদ আলীর অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত  চিকিৎসক হাসিবুল হাসান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে বাঘা থানার থানার ওসি আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।