ঢাকা | মে ১১, ২০২৫ - ১২:৫৫ অপরাহ্ন

সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে  আরেকটি সঙ্কট তৈরি হবে  -মুজিবুর রহমান

  • আপডেট: Thursday, April 10, 2025 - 11:31 pm

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আগে সংস্কার তারপর নির্বাচন। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে অরেকটি সঙ্কট তৈরি হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই সংস্কার ছাড়া কোন নির্বাচন বাংলাদেশের মাটিতে মেনে নেয়া হবে না। এদেশের মাটিতে দ্বীন প্রতিষ্ঠার জন্যই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বৃহস্পতিবার বিকালে নগরীর গনকপাড়া মোড়ে বাংলাদেশ জায়ামাতে ইসলামী রাজশাহী মহানগরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর থেকে দেশের ৫৪ বছরের ইতিহাস, গণতন্ত্র হত্যার ইতিহাস, অন্যায় জুলুমের ইতিহাস। এদেশের মানুষ আর জুলুমবাজ কোনো সরকার দেখতে চায় না, আর কোনো ডামি নির্বাচন দেখতে চায়না। তিনি আরও বলেন ফিলিস্তিনে অন্যায়ভাবে হত্যা বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসরাইলকে প্রতিরোধ করতে ইসলামী বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রয়োজনে ইহুদিদের পণ্য বর্জন করতে হবে।

সভাপতির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে আগামীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। সৎ মানুষের শাসন নিশ্চিত করতে হবে। এদেশের মানুষ শান্তি চাই, এদেশের মানুষ মুক্তি চাই, আর কোনো স্বৈরশাসন এদেশের মানুষ দেখতে চাই না।

রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুব আহসান বুলবুল, শিল্প ও বাণিজ্য সম্পাদক অধ্যাপক এ কে এম সারওয়ার জাহান প্রিন্স, হড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজশাহী -৩ আসনের এম.পি প্রার্থী আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সভাপতি শামিম উদ্দিন, রাবি শিবির সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগর সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ।

Hi-performance fast WordPress hosting by FireVPS