ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

রাসিকের সাবেক কাউন্সিলর টিটো আর নেই

  • আপডেট: Thursday, April 10, 2025 - 11:13 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নুরুজ্জামান টিটো দীর্ঘদিন দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাসিকের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং  কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলনসহ রাজশাহী জেলা ও মহানগর বিএনপির নের্তবৃন্দ।

এক শোক বার্তায় নের্তৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে রেলওয়ে কলোনী মাঠে অনুষ্ঠিত হবে।