ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

মহাদেবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেপ্তার

  • আপডেট: Thursday, April 10, 2025 - 10:41 pm

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরের সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদকে (৪৫) গ্রেপ্তার করেছে বদলগাছী থানা পুলিশ।

গত বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুরের কুঞ্জবন এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুবলীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, ভোর রাতে বদলগাছী থানা ও মহাদেবপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় নেয়া হয়েছে।

তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতর অভিযোগে রয়েছে। এ বিষয়ে বদলগাছী থানার ওসি শাহজাহান আলী জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।