ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৩৩ অপরাহ্ন

শিরোনাম

বগুড়ায় ট্রাকের ধাক্কায় নিহত ১

  • আপডেট: Thursday, April 10, 2025 - 10:57 pm

বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় অমল চন্দ্র দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন৷

 বৃহস্পতিবার দুপুরে উপজেলার তালোড়া ইউনিয়নের মিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। অমল চন্দ্র দাসের বাড়ি বগুড়া দুপচাঁচিয়া উপজেলার ফেপিড়া গ্রামে। জানা গেছে, দুপুর ১২টার দিকে অটোভ্যানে করে মিয়াপাড়ার ওপর দিয়ে যাচ্ছিলেন অমল।

এসময় ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি৷