ঢাকা | মে ১১, ২০২৫ - ১২:১৮ অপরাহ্ন

ডেভিল হান্টের ১ জনসহ গ্রেপ্তার ১৭

  • আপডেট: Thursday, April 10, 2025 - 11:26 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৬ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী আমিনুল ইসলাম ওরফে আমুন (৪৯) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা বাজেকাজলা এলাকার মৃত নুরুন্নবী শেখের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS