ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৪৪ অপরাহ্ন

শিরোনাম

কালবৈশাখীর সাথে বৃষ্টি, রাজশাহীর চাষিরা স্বস্তিতে

  • আপডেট: Thursday, April 10, 2025 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার রাজশাহীতে দফায় দফায় কালবৈশাখী ঝড়ের সাথে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে বিভিন্ন ফসল ও ফলের উপকার হওয়ায় চাষিরা স্বস্তিতে।

দুপুর থেকে কালবৈশাখীর প্রভাবে রাজশাহীতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হচ্ছে। রাত ৯টা পর্যন্ত এখানে ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাত ১০টায় এই রিপোর্ট লেখার সময় বৃষ্টি অব্যাহত ছিল। চৈত্রের শেষে এসে এই বৃষ্টিতে নগরীর লোকজনকে বেকায়দায় পড়তে দেখা গেছে। অনেককে পানিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে। ঝড়-বৃষ্টির সাথে বজ্রপাত ও মেঘের তর্জন-গর্জনে মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে। এতে সন্ধ্যার পরেই নগরীর রাস্তাঘাট প্রায় ফাকা হয়ে যায়। একান্ত প্রয়োজন ছাড়া মানুষজন রাস্তায় বের হয়নি। তবে দফায় দফায় এই বৃষ্টিতে পাকা গমের কিছুটা ক্ষতি হলেও বোরো, ভুট্টা, পাট, সবজি, আম, লিচু, কাঠালসহ বিভিন্ন ফসলের উপকার হবে বলে জানান চাষিরা।

এদিকে ঝড়-বৃষ্টির অজুহাতে নগরবাসিকে সবচেয়ে বেশি দুর্ভোগে ফেলে বিদ্যুৎ। সন্ধ্যার পরে বৃষ্টির সময় নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ না থাকায় এসএসসি পরীক্ষার্থীরা বেশি সমস্যায় পড়ে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সালমা খাতুন বলেন, এই বৃষ্টিতে পাকা গমের কিছুটা ক্ষতি হতে পারে। তবে বৃষ্টি উপকার করেছে ভুট্টা, বোরো, পাট, সবজি, আম, লিচুসহ বিভিন্ন ফলের।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল রাত ৯টা পর্যন্ত রাজশাহীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। রাতে এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত আকাশ মেঘলা থাকায় আরো ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখীর প্রভাবে এই ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানান তারা। গতকাল এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রী এবং সর্বনিম্ন ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস।