ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:১৭ পূর্বাহ্ন

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

  • আপডেট: Thursday, April 10, 2025 - 12:05 pm

অনলাইন ডেস্ক : ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনা ঘোষণা করার দুই দিন পর এই নিষেধাজ্ঞা জারি হলো।

মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এর মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থা এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিও রয়েছে।  ইরান সেন্ট্রিফিউজ প্রযুক্তি কোম্পানি সেন্ট্রিফিউজ উৎপাদনের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

এছাড়া নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হলেন আটবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ মোসাল্লাত।

ট্রেজারি বিভাগের মতে, তিনি কোম্পানিটিকে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে উপাদান কিনতে সহায়তা করে।

এর আগে স্থানীয় সময় সোমবার (৭ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত।  তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ দাবি অস্বীকার করে বলেছেন,  ওমানে পরোক্ষ আলোচনা হবে।

ট্রাম্প কঠোর হুঁশিয়ারি জারি করেছেন, যদি আলোচনা ব্যর্থ হয়, তাহলে ‘ইরান বড় বিপদের মধ্যে পড়বে’।

Hi-performance fast WordPress hosting by FireVPS