ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১:৩৫ অপরাহ্ন

শিরোনাম

আত্রাইয়ে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

  • আপডেট: Thursday, April 10, 2025 - 10:29 pm

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে খরিপ মৌসুমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় উপজেলা পরিষদ চত্বরে ১ হাজার আটশো ২০ জনের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এসময় উপজেলার ১ হাজার আটশ কৃষকদের খরিপ মৌসুমের প্রত্যেক কৃষককে আউশ জাতের ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার দেয়া হয়।

এবং ২০ জন কৃষকদের মাঝে এক কেজি তিল বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাপলা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী নিতিশ কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, উপ-সহকারী কৃষি অফিসারগণসহ প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন।