ঢাকা | মে ১০, ২০২৫ - ৮:০৪ অপরাহ্ন

কোথায় উড়াল দিল বুবলী-বারিষ-গৌতম

  • আপডেট: Thursday, April 10, 2025 - 8:52 pm

অনলাইন ডেস্ক: ঢালিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, কোরিওগ্রাফার গৌতম সাহা ও ব্র্যান্ড প্রোমোটার বারিষ হক আজ সকালের আলো ফুটতে না ফুটতেই সোজা এয়ারপোর্টে হাজির হলেন। এতো ভোরে কোথায় উড়াল দিলেন তারা?

সামাজিক মাধ্যমে জনপ্রিয় কোরিওগ্রাফার গৌতম সাহার রিলস দেখেই কৌতূহল দেখা গেছে নেটিজেনদের মাঝে। না, এই তিন তারকা বিদেশে নয়, তারা কাজেই বেরিয়েছেন একসঙ্গে, তবে দেশের মধ্যেই।

জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী, স্বনামধন্য ব্র্যান্ড প্রোমোটার বারিষ হক আর গুণী কোরিওগ্রাফার গৌতম সাহা একসঙ্গে আজ সকালে চট্টগ্রামে একটি কাজে গেছেন।

সেই কাজ শেষ করেই তারা ঢাকায় ফিরে আসবেন। এই তিন তারকা আরও দারুণ কিছু কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পরিকল্পনা করছেন।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমে গৌতম বলেন, এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দঘন সময় পার করে গতকালই কাজে ফিরেছি। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড আনজারাতে গিয়েছিলাম আজকের স্পেশাল প্রোগ্রামের জন্য আমাদের পোশাক নির্বাচন করতে। আর আজ আমরা পৌঁছে গেছি চট্টগ্রামে।

তিনি বলেন, চট্টগ্রামের তমা বিউটি একাডেমি নামে একটি প্রতিষ্ঠানের আয়োজনে আমরা এখানে এসেছি। তারা ভারতের একজন গুণী মেকআপ আর্টিস্টকে এনেছেন স্পেশাল মেকআপ কর্মশালা করানোর জন্য। সেই কর্মশালায় ব্রাইডল সাজের স্পেশাল মডেল হবেন বারিষ হক।

তিনি আরও বলেন, ফটোশুট ও ভিডিওগ্রাফির কোরিওগ্রাফি আমি করব। এরপর কর্মশালায় অংশ নেওয়া সব প্রশিক্ষণার্থীর হাতে আমাদের সবার প্রিয় অভিনেত্রী শবনম বুবলী ও আমি সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেব।

Hi-performance fast WordPress hosting by FireVPS