ঢাকা | মে ১৫, ২০২৫ - ১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে চলছে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের বিকল্প শিল্প

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 10:43 pm

গ্রাফিতি ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে রাজশাহীতে চলছে ‘বৈষম্যবিরোধী আন্দোলনের বিকল্প শিল্প: গ্রাফিতি ও ক্যালিগ্রাফি পেইন্টিং কর্মশালা’।

টানা পাঁচ দিনব্যাপী এই কর্মশালা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। কর্মশালায় অংশ নিয়েছেন শিক্ষাবিদ ও শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার; শিল্পী ইব্রাহিম মণ্ডল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পী মনিকা এমিলিয়া, আরিফুল ইসলাম ও রায়হান আহমেদসহ ১০ জন নবীন-প্রবীণ শিল্পী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, সারাদেশে পাঁচটি জেলায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় প্রথমবারের মতো ১২ মার্চ থেকে ১৬ মার্চ এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে দ্বিতীয় আয়োজনটি চলছে। এরপর খুলনা, চট্টগ্রাম ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে।

প্রতিটি কর্মশালায় ১০ জন শিল্পী অংশ নিচ্ছেন এবং তারা প্রত্যেকে দুটি করে গ্রাফিতি ও ক্যালিগ্রাফি চিত্র আঁকছেন। এসব কর্মশালা থেকে সংগৃহীত মোট শতাধিক চিত্রকর্ম নিয়ে ঢাকার শিল্পকলা একাডেমিতে একটি বৃহৎ প্রদর্শনীর আয়োজন করা হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের স্মরণে তৈরি এসব চিত্রকর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকবে। এ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে নাট্যোৎসব ও আলোচনাভিত্তিক প্রদর্শনীও চলমান রয়েছে। এর আগে গত মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি চত্বরে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মোস্তফা জামান।

Hi-performance fast WordPress hosting by FireVPS