গাজায় গণহত্যার প্রতিবাদে নগরীতে বিভিন্ন কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার: গাজায় চলমান ভয়াবহ ইজরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
রাজশাহী কলেজ
গাজায় চলমান ভয়াবহ ইজরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজশাহী কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পতাকা উত্তোলন শেষে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, ফিলিস্তিনে ইজরায়েলি সেনাবাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবির নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। আজকের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে চাই এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে সবাই যেন একতাবদ্ধ হয়। এসময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোশাররফ হোসেন মাহদী, সাহিত্য প্রকাশক সম্পাদক হাফেজ আসমাউল হক প্রমুখ।
কাশিয়াডাঙা কলেজ
গাজায় গণহত্যার প্রতিবাদে গতকাল বুধবার নগরীর পশ্চিম প্রান্তে অবস্থিত কাশিয়াডাঙা কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব ও মানবন্ধন চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ আবদুল করিম শাহ্। গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের জ্যেষ্ঠ প্রভাষক মজিবুর রহমান।
আহলেহাদীছ আন্দোলন
আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়া, রাজশাহী প্রাঙ্গনে ফিলিস্তিনে ইজরাইলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের বক্তারা বলেন, ইজরাইল নামক মধ্যপ্রাচ্যের বিষফোড়া এবং সন্ত্রাসী ও জঙ্গী রাষ্ট্রটি প্রায় ৭০ বছর ধরে ফিলিস্তীন ও গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বিগত প্রায় দেড় বছর যাবৎ নিয়মিতভাবে তারা গাযায় বোমা নিক্ষেপ করছে।
বর্তমানে পুরো গাযা একটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। নিহত হয়েছে ৬০ থেকে ৭০ হাজার মানুষ। অবিলম্বে ইজরাইলের এই অন্যায় আগ্রাসন বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ লক্ষ্যে তারা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জোর দাবি জানান এবং ইজরাইলি পণ্য বয়কটসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পেশ করেন।
আল-মারকাযুল ইসলামী আস-সালাফীর ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, অত্র মাদ্রাসার মুশরিফ ড. আব্দুল হালীম, মুহাদ্দিছ শরীফুল ইসলাম মাদানী, শামসুল আলম প্রমুখ।
উল্লেখ্য একইদিনে সারাদেশে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর পরিচালনাধীন হাদীছ ফাউণ্ডেশন শিক্ষাবোর্ড অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহেও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।