ঢাকা | মে ৫, ২০২৫ - ৬:৪৪ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় স্টেডিয়ামে হামজার ‘অভিষেকে’ বাধা দেখছে না ক্রীড়া উপদেষ্টা

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 8:21 pm

অনলাইন ডেস্ক: গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে। যা হামজার হোম ম্যাচের অভিষেক।

আর এই ম্যাচটি ঢাকা স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল (বাফুফে)। ২০২১ সালের আগস্ট থেকে স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। এখনো পুরোপুরি শেষ হয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ এখনো বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে না দেওয়ায় খানিকটা অনিশ্চিয়তাও দেখা দিয়েছিল ঢাকা স্টেডিয়ামে হামজার হোম ম্যাচের অভিষেক নিয়ে।

তবে ১০ জুন বাংলাদেশের ম্যাচ ঢাকা স্টেডিয়ামে আয়োজনে কোনো বাধা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। রোববার (৬ এপ্রিল) গণমাধ্যমকে তিনি বলেন, ‘কাজ অলমোস্ট শেষ।

আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সঙ্গে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরও একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারবো।’

Hi-performance fast WordPress hosting by FireVPS