ঢাকা | মে ১৩, ২০২৫ - ৬:০৫ অপরাহ্ন

শিরোনাম

জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা কমিটি গঠন

  • আপডেট: Wednesday, April 9, 2025 - 11:13 pm

প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় আদিবাসী পরিষদের নওগাঁ জেলা সম্মেলন ও কমিটি গঠন হয়েছে।

বুধবার জেলার সদর উপজেলার মুক্তির মোড়ে জমায়েত হয় আদিবাসীরা। প্রথম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলন ও র‌্যালির উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডি। নগরীর মুক্তির মোড় থেকে র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে প্যারিমোহন লাইব্রেরীতে এসে শেষ হয়।

এ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ছিল আলোচনা সভা। নওগাঁ জেলার আহ্বায়ক আমিন কুজুরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি অ্যাডভোকেট বাবুল রবিদাস।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গনেশ মার্ডি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, আলীমুর রেজা রানা, উপদেষ্টা জাতীয় আদিবাসী পরিষদ, নওগাঁ ও সিপিবি সাধারণ সম্পাদক সদর উপজেলা কমিটি, রাজশাহী  মহানগর সাধারণ সম্পাদক ছোটন সরদার, নাটোরের সভাপতি নরেশ চন্দ্র উরাও ও সাধারণ সম্পাদক প্রদীপ লাকড়া প্রমুখ। আলোচনা শেষে আমিন কুজুরকে সভাপতি, দীপঙ্কর লাকড়াকে সাধারণ সম্পাদক ও রুপচান লাকড়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Hi-performance fast WordPress hosting by FireVPS