গণপিটুনির শিকার সাবেক এমপি আজিজ ফের কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি: জামিনে মুক্ত হয়ে জেলগেট থেকেই ছাত্র-জনতার হাতে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজকে বিস্ফোরক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরের দিকে তাড়াশ থানা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, গত বছরের ৪ আগস্ট তাড়াশে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও হামলার মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে সাবেক এমপি আব্দুল আজিজকে দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় জামিনে মুক্ত হয়ে জেলা কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেট থেকে তাকে তুলে নিয়ে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে ছাত্র-জনতা।
তাকে তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। রাতে তাকে সদর থানা হেফাজতে রাখা হয়। গতকাল বুধবার সকালে তাড়াশ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়।