বাঘায় এএসআই’র বাড়িতে চুরি

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা আঠালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আশরাফুল আসেকিন রিপন মৃত মকবুল হোসেনের ছেলে। তিনি সারদহ পুলিশ একাডেমীতে সহকারী উপ-পরিদর্শক হিসেবে (এএসআই) হিসেবে কর্মরত আছেন
। তার স্ত্রী ফেরদৌসী বেগম স্থানীয় দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাড়ি থেকে হাতের দুটি স্বর্ণের বালা, একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া, এবং নগদ টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ভাই হোসেন আল ইমাম স্বপন বলেন, ছেলে-মেয়ের লেখাপাড়ার সুবাদে রাজশাহী শহরে থাকেন।
ফাঁকা বাড়ি পেয়ে রাতে বাড়ির উত্তরদিকের রান্না ঘরের গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে ৬০ হাজার টাকা মূল্যের হাতের দুটি স্বর্ণের বালা, একটি চেইনের নকেট ও এক জোড়া রুপার তোড়া, এবং নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে বাঘা থানার ওসি আফম আসাদুজ্জামান বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।