জাতীয় যুব মতবিনিময়ে রাজশাহীর প্রতিনিধিত্ব করবে হাসান শেখ

স্টাফ রিপোর্টার: জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ১০ হতে ১৪ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত ৫ দিনব্যাপী জাতীয় পর্যায়ে যুব মতোবিনিময় ২০২৫ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে দেশের বিভিন্ন পর্যায়ের (যুব সংগঠনের সদস্য, যুব উদ্যোক্তা, আত্মকর্মী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, সামাজিক সংগঠন ও উন্নয়ন কর্মী) মোট ২০০ জন যুব ও যুব নারী অংশ নিবেন। এরমধ্যে ৬৪ জেলা থেকে ৬৪ জন যুব সংগঠক মনোনীত করে উক্ত কর্মসূচি সাফল্যমন্ডিত করতে গতকাল বুধবার, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, সাভার, ঢাকাতে প্রেরণ করা হয়েছে।
রাজশাহী জেলা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও যুব সংগঠক হাসান শেখ মনোনীত হয়েছে। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কার কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী নিবন্ধিত সংগঠন ‘এসো গড়ি যুব সঃঘ’ এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, আজ (১০ই এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব বিনিময় ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।