ঢাকা | মে ১২, ২০২৫ - ৭:১৩ অপরাহ্ন

পাকিস্তানের নিজ মাঠে বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ

  • আপডেট: Tuesday, April 8, 2025 - 8:06 pm

প্রস্তুতি ম্যাচ:

অনলাইন ডেস্ক:    নারী বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলকে বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। লাহোরে নিগার সুলতানা জ্যোতির দল জিতেছে ১৬৭ রানে।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ নারী দল। ফারজানা হক ৫০, অধিনায়ক নিগার সুলতানা ৭০ আর শেষদিকে দিলারা আক্তার ১৭ বলে ২৯ এবং জান্নাতুল ফেরদৌস ৩৪ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস।

পাকিস্তান ‘এ’ দলের ওয়াহিদা আক্তার আর উম্মে হানি নেন তিনটি করে উইকেট।
জবাবে ফাহিমা খাতুন-রাবেয়া খানদের তোপে ৩৯.১ ওভারে ১০৯ রানেই গুটিয়ে পাকিস্তানের ইনিংস।

দুয়া মজিদ ৩২ আর উম্মে হানি অপরাজিত ২৬ রান করেন। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।
বাংলাদেশের মারুফা আক্তার, রাবেয়া খান আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।

 

Hi-performance fast WordPress hosting by FireVPS