ঢাকা | এপ্রিল ১৭, ২০২৫ - ১২:৫২ অপরাহ্ন

পবায় এক হাজার কৃষক পেলেন প্রণোদনার সার-বীজ

  • আপডেট: Tuesday, April 8, 2025 - 11:26 pm

স্টাফ রিপোর্টার: পবা উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক এক হাজার ১৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন মুগ ও তিল এবং উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, মৎস কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ মোল্লা, জাইকা কর্মকর্তা জাকিয়া সুলতানাসহ উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

পবা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উপজেলা বিভিন্ন ইউনিয়নে এক হাজার ১৩০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৮০০ কৃষককে উফশী আউশ ধান, ২৮০ কৃষককে তিল এবং ৫০ কৃষককে মুগে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন, প্রতি ১ বিঘা জমি আবাদের জন্য ফসলওয়ারী প্রত্যেক কৃষককে আউশ ধানের ৫ কেজি বীজের সঙ্গে ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে। তিলের এক কেজি বীজ ও মুগের ৫ কেজি বীজ বিতরণ করা হয়েছে। তিল ও মুগের ক্ষেত্রে ৫ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি রাসায়নিক সার দেওয়া হয়েছে।